The Vanguard of the Islamic

The Vanguard of the Islamic

“মুসলিম লীগের তরুণরা যখন ভীত হয়ে তাদের ঘরে আশ্রয় নিয়েছিল, তখন জামায়াতে ইসলামীই ছিল এক মাত্র দল যারা পাকিস্তান রক্ষায় রক্ত দিয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দুই হাজারের অধিক জামায়াত কর্মী পাকিস্তানীদের তাঁবেদারী করার জন্য মুক্তিবাহিনীর হাতে নিহত হয় এবং যুদ্ধের পর প্রায় বার হাজারের বেশী জামায়াত কর্মীকে রাজাকারী, খুন, ধর্ষণের কারণে জেলে বন্দী করা হয়। পাকিস্তানের অখন্ডতা রক্ষায় জামায়াতের এই আত্মত্যাগই প্রমাণ করে, পাকিস্তানের প্রতি জামায়াতের আনুগত্য সন্দেহাতীত।” – ইরানী লেখক রেজা সাঈদ তার The Vangaurd of the Islamic Revolution বইতে তুলে ধরেছেন এই তথ্য। জামায়াতের এই আত্মত্যাগের ব্যাপারটি লেখকের কাছে তুলে ধরেছিলেন পশ্চিমা জামায়াত নেতা খুররাম ঝাঁ মুরাদ যাকেও জেল খাটতে হয়েছিল তিন বছর পাকিস্তানের দালালী করবার জন্য।” প্রসঙ্গত, এই বইটিও মানবতাবিরোধী অপরাধের বিচার বিষয়ক ট্রাইবুনালে প্রামান্য সাক্ষ্য হিসেবে গৃহীত হয়েছে।

ডাউনলোড লিঙ্ক