The Vanquished Generals and the Liberation war of Bangladesh
মুক্তিযুদ্ধ বিষয়ে পাকিস্তানী সামরিক কর্মকর্তাদের ব্যাপক মিথ্যাচার এবং ব্লেইমগেমের (এক অন্যের উপর দোষ চাপানো) ধরণটা বুঝতে মুনতাসীর মামুনের লেখা এই বইটা অবশ্য পাঠ্য। মোটামুটি পাকিস্তানের শীর্ষ সব সেনা কর্মকর্তার লেখা একাত্তর বিষয়ক স্মৃতিকথার এই বিশ্লেষণের একটি বাংলা অনুবাদও পাওয়া যায়, নাম পাকিস্তানী জেনারেলদের মন, বাঙালী বাংলাদেশ মুক্তিযুদ্ধ।