মুক্তিযুদ্ধে দৈনিক সংগ্রামের ভূমিকা
আপনা মাসে হরিণা বৈরি, কথাটা বোধকরি জামাতে ইসলামীর ক্ষেত্রেও খাটে। ১৯৭১ সালে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটির যাবতীয় তথ্যপ্রমাণের একটা বড় উৎস হয়ে রয়েছে এদের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকাটি। এর পাতায় পাতায় রয়েছে গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদদের মতো কুখ্যাত যুদ্ধাপরাধীদের তৎপরতার, বক্তৃতার বর্ণনা। লেখক ও গবেষক আলী আকবর টাবী অনেক পরিশ্রম করে ডিসেম্বর মাস বাদে আর অন্য সংখ্যাগুলি খুজে বের করে জামাত শিবিরের অপকীর্তি গ্রন্থাকারে সংকলিত করেছেন।