The Blood Telegram

The Blood Telegram

The story of one of the most controversial documents in US diplomatic history.

১৯৭১ সালে ঢাকায় মার্কিন কনসুলেট জেনারেল (রাষ্ট্রদূত) ছিলেন আর্চার কে ব্লাড। ২৫ মার্চ রাত থেকে শুরু হওয়া ঢাকার গণহত্যা নিয়ে তিনি ২৮ মার্চ যেসব টেলিগ্রাম পাঠান সেগুলো ইতিহাসে অমর হয়ে আছে ব্লাড টেলিগ্রাম নামে। সিলেক্টিভ জেনোসাইড বা নির্বাচিত গণহত্যা শিরোনামে সেই টেলিগ্রামে সেরাতের ভয়াবহ বর্ণনা উঠে এসেছে। তালিকায় পাকিস্তান সেনাবাহিনী প্রথমেই প্রাধান্য দিয়েছে আওয়ামী লীগ সমর্থকদের, দ্বিতীয় হিন্দু। তাদের মারার ধরণ, রোকেয়া হলে নগ্ন করে ঝোলানো ছয় ছাত্রীর লাশ ইত্যাদি সম্বলিত টেলিগ্রামগুলো তুলে ধরলাম