শরনার্থী
যদি কোনোদিন মৃত্যুর হিসাব মেলাতে বসো পাষণ্ডের মতো, এদেরও আমলে নিও শরণার্থী, একাত্তরে যাদের বাধ্য করা হয়েছিলো দেশ ছাড়তে। বিজয়ের আগ পর্যন্ত এই সংখ্যাটা ছিলো এক কোটির মতো। এদের অনেকেরই আর ফেরা হয়নি। বিভিন্ন শরণার্থী ক্যাম্পের এই ছবিগুলো তুলেছেন মেরিলিন সিলভারস্টোন, রেমন্দ দিপার্দোনে, পেনি টুইড এবং আরো অনেকে