হামূদুর রহমান কমিশন রিপোর্ট
১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি পাকিস্তানের প্রধাণ বিচারপতি হামূদুর রহমানকে প্রধান করে “The War Inquiry Commission” গঠন করেন। এই কমিশন গঠনের উদ্দেশ্য ছিল পাকিস্তান কেন যুদ্ধে পরাজিত হল ও পূর্ব পাকিস্তানকে হারালো, তার কারণ অনুসন্ধানের জন্য।
কমিশন তিনশ প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য ও যুদ্ধের সময় পূর্ব ও পশ্চিম পাকিস্তানে সেনাবাহিনী কর্তৃক আদান-প্রদানকৃত গোপনীয় তথ্যগুলো পরিক্ষা করে দেখেন। কমিশন সর্ব বিস্তৃত স্বেচ্ছাচারীতা, জেনেরেলদের ক্ষমতার অপ-ব্যবহার, বেসামরিক নেতৃত্বের সম্পূর্ণ ব্যর্থতা ও সামরিক শাসকদের নেতৃত্বকেই পাকিস্তান ভাঙার কারণ হিসেবে উল্লেখ করেন। এই রিপোর্টে যুদ্ধাপরাধের যে চিত্র উঠে এসেছে, তা দেখে শিউরে উঠতে হয়। স্বভাবতই তিনি অনেক তথ্য চেপে গিয়েছেন; তারপরও একজন পাকিস্তানী নাগরিকের চোখে যে তথ্যগুলো উঠে এসেছে, বাস্তব অবস্থা আরো কত ভয়ঙ্কর ছিলো তা সহজেই অনুমেয়।
পুরো রিপোর্টির লিংক দেওয়া হলঃ