আমি নারী আমি মুক্তিযোদ্ধা – সেলিনা হোসেন

আমি নারী আমি মুক্তিযোদ্ধা – সেলিনা হোসেন

আমি নারী আমি মুক্তিযোদ্ধা

সেলিনা হোসেন – অন্যপ্রকাশ

পৃথিবীর কোন মহৎ কাজই নারীর অবদান ব্যতীত পূর্ণতা লাভ করে নি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি স্বাধিকার আন্দোলনে নারী সমাজের ভূমিকা ছিল অন্যতম।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সরাসরি রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণ করে, গেরিলা যুদ্ধে শত্রুর অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে রেকির ভূমিকায়, মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রন্ধনশালায়, হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের শুশ্রূষায়, আন্তর্জাতিক বিশ্বের সহানুভূতি ও সমর্থন আদায়ের জন্য বিভিন্ন দূতাবাসে মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে গমন করে, সর্বোপরি স্বাধীনতাকামী জনগোষ্ঠীর মনোবল দৃঢ় রাখার উদ্দেশ্যে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে শিল্পী হিসেবে অংশগ্রহণ করে এবং গঠিত সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে প্রবাসে বাংলাদেশের নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করে।

এ গ্রন্থে ৫১ জন নারী মুক্তিযোদ্ধার কথা স্থান পেয়েছে।
নারী মুক্তিযোদ্ধাদের কথায় তাঁদের আকুতি, দীর্ঘশ্বাস, আক্ষেপ, অভিযোগ-অনুযোগ, দৃঢ়তা এবং অসীম মনোবলের পরিচয় পাওয়া যাবে। জানা যাবে মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য গৌরবগাঁথা সম্পর্কে।

Download the PDF file .

ডাউনলোড