১৯৭১ : ভয়াবহ অভিজ্ঞতা
রশীদ হায়দার সম্পাদিত
সাহিত্য প্রকাশ
মুক্তিযুদ্ধের গৌরব ও বেদনা, শৌর্য ও আত্মত্যাগে পূর্ণ ইতিহাসকে আমরা যত নিবিড়ভাবে বরণ করব জাতি হিসেবে আমাদের সংহতি ও সম্ভাবনাকে ততই পরিপুষ্ট করে তুলতে পারব। বাঙ্গালী জাতির পরম জাগরণের এই সময়কালের যারা প্রত্যক্ষ সাক্ষী তাঁদের উপর তাই অর্পিত হয়েছে গুরুদায়িত্ব – নতুন প্রবংশ ও অনাগত কালের কথা স্মরণে রেখে লিপিবদ্ধ করে যেতে হবে নিজ নিজ অভিজ্ঞতার সত্যভাষণ। বহু কোণ থেকে বহু বিচিত্রভাবে আলোকসম্পাতের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সময়কালের হৃৎস্পন্দনটুকু সঞ্চার করে দেয়া যেতে পারে যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
উপরোক্ত লক্ষ্য থেকেই এই গ্রন্থের নিবেদন, যেখানে বর্ণিত হয়েছে মুক্তিযুদ্ধকালে পাক বাহিনী কর্তৃক সংঘটিত চরম বর্বর ও পাশবিক বিভিন্ন তৎপরতার ভয়ংকর অভিজ্ঞতার প্রত্যক্ষ বিবরণ। পাক বাহিনী কর্তৃক সংঘটিত চরম বর্বরতার অতি সামান্য অংশই এই গ্রন্থে তুলে আনা সম্ভব হয়েছে। এমনি নৃশংসতার শিকার কিংবা প্রত্যক্ষদর্শী আরো অগণিত ব্যক্তি আমাদের মধ্যে রয়েছে। এই গ্রন্থ যদি পাশবিকতার নীরব সাক্ষীদের সরব করে তুলতে এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে সামাজিক অভিজ্ঞতায় রূপান্তরে উৎসাহ যোগায় তবেই এই গ্রন্থের পরিকল্পনা সার্থক বলে বিবেচিত হবে। ইতিহাসের বিকৃতিসাধন ও সত্য গোপনের যে প্রচেষ্টা দ্বারা আমাদের মুক্তিযুদ্ধ আজ প্রবলভাবে আক্রান্ত, সত্য প্রকাশের বিপুল ও বহুমাত্রিক আয়োজনের মধ্য দিয়েই তার মোকাবিলা সম্ভব। এমন চিন্তাধারা থেকেই পাঠকদের হাতে বিনীতভাবে তুলে দেয়া হল এই গ্রন্থ।